শাহজালাল মসজিদ ম্যানচেস্টারে মাসিক তাফসীরুল কুরআন মাহফিল ও মাসআলা-মাসাঈল প্রতি মাসের প্রথম সোমবার বিকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে কুরআনে কারীমের বিভিন্ন আয়াতের তাফসীর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসআলা-মাসাইল আলোচনা করা হবে। এতে প্রশ্নোত্তরের মাধ্যমে পুরুষ মহিলা সকলের জন্য ইসলাম সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ রয়েছে। আপনি আমন্ত্রিত।
Tafseer-ul-Qur’an Mahfil (in Bangla Language). First Monday of every month, 6pm-7pm. You’re invited.